সোনাইমুড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে সহায়তা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:০৫
সোনাইমুড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে সহায়তা
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ মো. জাহাঙ্গীর আলম এর পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে ২০০টি টিন, নগদ ৫০ হাজার টাকা, কম্বল, শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।


৩০ জানুয়ারি, সোমবার সকালে পালপাড়া গ্রামের মোল্লা বাড়িতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন আলহাজ মো. জাহাঙ্গীর আলম।


এসময় সোনাইমুড়ী ইউএনও মো. ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, আমিশাপাড়া ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন, দেওটি ইউনিয়ন চেয়ারম্যান নূরুল আমিন শাকিল, দেওটি আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, গত ১১জানুয়ারি রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মোল্লা বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ওই বাড়ির ১২টি পরিবারের বসত ও রান্না ঘর পুড়ে যায়। এতে ঘরগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


বিবার্তা/সবুজ/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com