
দৈনিক বাংলা-৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁর মুক্তির দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্মরত সাংবাদিকরা।
বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মালেক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।
এ সময় পাংশা বার্তার সম্পাদক রফিকুর ইসলাম রঞ্জু,পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা-৭১ এর বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম জজ,প্রচার সম্পাদক হামজা শেখ, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম,গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধ জয়নাল আবেদীন,আলোচিত কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, মানবাধিকার কর্মী ইদ্রিস আলী সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের সাথে আমাদের বৈরী সম্পর্ক নাই তাদের সাথে আমাদের হৃদ্যতার সম্পর্ক। আমরা অনতিবিলম্বে সাংবাদিক রঘুনাথের নিঃশর্ত মুক্তি চাই।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সোমবার দুপুরে সাতক্ষীরা সদর এলাকা থেকে সাংবাদিক রঘুনাথ খাঁকে সাদা পোশাকধারী জনৈক দুই ব্যক্তি তুলে নিয়ে যায়।
এরপর মঙ্গলবার বিকালে দেবহাটা থানা পুলিশ তাকে ককটেলসহ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]