বিজলী হাসছে, সিদ্দিকও হাসছে-এই হাসি ভুবন ভোলানো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ২২:০১
বিজলী হাসছে, সিদ্দিকও হাসছে-এই হাসি ভুবন ভোলানো
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিজলী হাসছে, সিদ্দিকও হাসছে। এ হাসি শুধুমাত্র একটি হাসি নয়। এ হাসি অসহায়ের কিছু অন্যরকম প্রাপ্তির। তাইতো তাদের এই হাসি ভুবন ভোলানো।


গঙ্গাচড়া উপজেলা চত্ত্বরে অসহায় ও দুস্থদের নিয়ে কাজ করা গ্রাম বিকাশ কেন্দ্র প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে ১২ জন বিভিন্ন বয়সী প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। প্রাপ্ত সহযোগিতার কিয়দংশই শিশু। সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ ও ভালোবাসা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে প্রাথমিক শারীরিক ও মানসিক সক্ষমতা প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান। গ্রাম বিকাশ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী নিতাই চন্দ্র রায়, কারিগরি কর্মকর্তা শাহিনুর ইসলাম, শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, সহঃ কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) কাওছার আহমেদসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও পিকেএসএফ এর সার্বিক তত্ত্বাবধায়নে প্রতিবন্ধীদের উক্ত সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে গ্রামীণ অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে থাকে গঙ্গাচড়া গ্রাম বিকাশ কেন্দ্র এর প্রসপারিটি প্রকল্প।


বিবার্তা/নাহিদ/জেএইচ


 


 


 


 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com