খুলনায় সড়ক সংস্কারের দাবিতে নিসচার মানববন্ধন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ২১:২২
খুলনায় সড়ক সংস্কারের দাবিতে নিসচার মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর অধিনস্থ জনভোগান্তিকর সড়ক, শহিদ শেখ আবু নাসের লিংক রোড, রূপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা পাইপাস সড়ক দ্রুত সংস্কারের দাবিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়স্থ কেডিএ ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব।


সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এস এম মারুফ হোসেন, গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চৌধুরী, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ্ মামুনুর রহমান তুহিন, নজরুল একাডেমীর পরিচালক কবি সৈয়দ আলী হাকিম, মদিনাবাগ আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেন, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ফিরোজ, প্রফেসর মো. শহিদুল ইসলাম, মো. তবিবুর রহমান, এসআই ইউসুফ, আগুয়ান-৭১ এর খুলনা সভাপতি আবিদ শান্ত, নিসচা’র নগর সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, এসএমএ রহিম, খুলনা বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির পরিচালক মো. নাজমুল হোসেন, ক্রীড়া সংগঠক মো. ইউছুপ আলী, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক সমিতির পরিচালক মো. ইলিয়াস হোসেন লাবু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মো. রাকিব উদ্দিন ফারাজী, মো. সোলায়মান হোসেন, নারী নেত্রী তানিয়া সুলতানা, মো. রিয়াদ হোসেন, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মো. শামীম হোসেন, মৎস্য ব্যবসায়ী আবু মুছা, মো. আফজাল দেওয়ান, সুমাইয়া তাসনিম সিনথি খান, রোটা. মো. মফিজুল আহমেদ মজুমদার, মো. আসলাম হোসেন, মো. ফিরোজ আলী, মো. সাদী, ইসতিয়াক পিয়াল, সাদমান সাকিব তুষার, মুশফিক আজাদ, হাফিজুল ইসলাম, মিনহাজসহ প্রমুখ।


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সমালোচনা করে বক্তারা বলেন, খুলনার উন্নয়নে কেডিএ এখন বড় বাঁধা। সরকার এই নগরীর উন্নয়নে বারবার অর্থ বরাদ্দ দিলেও তার কোন সুফল নগরবাসী পাচ্ছে না। বিশেষ করে শহিদ শেখ আবু নাসের লিংক রোড (সিটি পাইপাস), রুপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা পাইপাস সড়ক দীর্ঘ এক যুগের সংষ্কার করতে পারেনি।


খুলনা মহানগরীর প্রবেশদার এসব সড়ক সংস্কার না হওয়ার কারনে প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটছে। ভয়ঙ্কর বায়ু দূষণের নগরীতে পরিণত করা হয়েছে। কেডিএ -কে খুলনা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। শুধু মাত্র ঘোষণা দিয়ে নগরীর উন্নয়ন হবে না। তাদেরকে আন্তরিক হতে হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যেন প্লট-প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ না থাকে। নগরবাসী যেন নিরাপদে পথ চলতে পারে সে সুব্যবস্থা কেডিএ-কে করতে হবে।


বক্তারা আরও জানান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র ব্যবস্থাপনা সম্পূর্ণ সেনা বাহিনীর নিকট ছেড়ে দেওয়া হোক। কেডিএ থেকে কোন ভোগান্তি আর নগরবাসী মেনে নেবে না। পাশাপাশি যে সকল ঠিকাদার কার্যাদেশ পেয়ে ধীরগতিতে কাজ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে না পারলে তাদের কালো তালিকাভূক্ত করার দাবিজানান।


বিবার্তা/তুরান/বর্ষা/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com