ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ১৩:২৬
ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে এ কর্মবিরতি পালন করা হয়।


এ সময় হাসপাতালের ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার, ব্যানার, লিফলেট নিয়ে ২ ঘণ্টাব্যাপী অবস্থান করে। এতে করে ভোগান্তিতে পড়তে হয় দূর থেকে আসা রোগী ও স্বজনদের।


চিফ মেডিকেল অফিসার ডা. বাহারুল ইসলাম, ডেপুটি চিফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, হাসপাতাল পরিচালনা পরিষদের নেতারা বিভিন্ন অজুহাতে তাদের বেতন ভাতা আটকে রেখেছে। এতে করে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই দ্রুত এ সমস্যা সমাধান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com