কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা আটক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ২২:৫৮
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সেনা কর্মকর্তা পরিচয়ধারী খন্দকার বায়েজীদ আমান (৩১) নামে এক প্রতারক আটক হয়েছে।


সোমবার (২৩ জানুয়ারি) দুপুর দেড়টায় কুষ্টিয়া শহরের হানিফ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় প্রতারকের কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি, ভুয়া এনআইডি কার্ড, ভিজিটিং কার্ড, মোবাইল ফোন ও ৮ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
আটক প্রতারক খন্দকার বায়েজীদ আমান নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত খন্দকার এনামুল হকের ছেলে।


সেনাবাহিনী ও অন্যান্য সরকারী চাকুরীজীবী পরিচয়ে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক লোকের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে।


র‌্যাবের সূত্র জানায়, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি অভিযানিক দল সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের হানিফ নগর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক খন্দকার বায়েজীদ আমানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com