শিরোনাম
রাজশাহীতে তিন দিনের ইজতেমা শুরু ২০ অক্টোবর
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৮:৪৩
রাজশাহীতে তিন দিনের ইজতেমা শুরু ২০ অক্টোবর
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে জেলা তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা আগামী ২০ অক্টোবর শুরু হবে। মহানগরীর হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।


ইজতেমাকে সামনে রেখে ঈদগাহ ময়দানজুড়ে তৈরি হচ্ছে বাঁশ-চটের প্যান্ডেল। শতাধিক টয়লেট নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে। এছাড়া ময়দানের পশ্চিমের দিঘিতে আগত মুসল্লিদের অজু গোসলের জন্য ঘাট তৈরীর কাজ চলছে। এছাড়া বৈদ্যুতিক ও পানির লাইনের কাজ চলছে।


রাজশাহী মারকাজের জিম্মাদার হাজি কাসেম আলী জানান, এবার টঙ্গি বিশ্ব ইজতেমায় রাজশাহী জেলা অংশগ্রহণ করেনি। এ কারণে কাকরাইলের ফয়সালা অনুযায়ী রাজশাহীতে আঞ্চলিক ইজতেমা হচ্ছে। এতে ভারত ও পাকিস্তানের মুরব্বিরাও বয়ান করবেন।


এদিকে ইজতেমা সফল করতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন আয়োজকরা। এ সময় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তানহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২২ অক্টোবর ইজতেমা শেষ হবে।


বিবার্তা/রিমন/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com