
‘মাটি: খাদ্যের সূচনা যেখানে’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে।
৫ ডিসেম্বর, সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুর।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ খা ম মুর্শেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাটি থেকেই সকল ফসল উৎপাদিত হয়, তাই মাটির স্বাস্থ্য ভালো রাখতে হবে। মাটির গুনাগুন পরীক্ষা-নিরীক্ষা করে ফসল চাষাবাদের উপর আলোকপাত করেন বক্তারা।
বিবার্তা/ওসমান/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]