
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক চন্দন গোপাল সুর, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয় মোহাম্মদ খোরশিদ আলম।
কর্মশালায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড মোসা. নিকহাত আরা, থানার ওসি মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।
কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালা শেষে ইউএনও হাসান মারুফকে মাদক নির্মূলে অবদানের জন্য ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
বিবার্তা/হুমায়ুন/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]