
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে পুকুরের পানি থেকে দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ব্লকের বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. রাইয়ান (৮) ও একই রোহিঙ্গা ক্যাম্পের ইসমাইলের ছেলে আবছার মিয়া (৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ।
জানা গেছে, কয়েকজন লোক বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে পুকুরে লাশ দুটি ভাসতে দেখেন। পরে বিজিবির মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে খবর দেয়া হয়। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানার এসআই আল আমিন ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শিশু দুটি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে তাদের লাশপুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/তাফহীমুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]