
নড়াইলের লোহাগড়ায় স্বপ্নবাজ তরুণদের নিয়ে ইয়ুথ এনগেজমেন্ট প্রোগ্রাম ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় যুব দিবসে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়েসিস ইয়ুথ তারুণ্যের জয়োল্লাস’ এর আয়োজনে বুধবার (৩০ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে এবং ওয়েসিস ইয়ুথ এর সভাপতি ইকরামুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয় ।
কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমান, প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাবর আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরী আশিক এলাহী, খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, প্রবীন শিক্ষাবিদ মুরাদউদদৌল্লা, অধ্যাপক বেল্লাল সানী, আব্দুল আলীম, প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস প্রমুখ।
পরে সমাজে স্বার্থহীনভাবে বিভিন্ন সেবামূলক কাজ করার জন্য পৌরসভার লক্ষীপাশা গ্রামের শাহরিয়ার আলম শাহীনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান এবং সংগঠনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন দেওয়া হয়।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]