
রাজধানীর কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে সজিব (২২) নামে এক যুবকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সজীবকে নিয়ে আসা কামাল হোসেন বিবার্তাকে বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দর গামী ট্রেনের ধাক্কায় কারওয়ান বাজারে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে।
পরে সন্ধ্যা সাড়ে পাঁচটায় তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেডিকেল এসে আহতের খোঁজখবর নেন পরে ১০১ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া যুবক ঢামেকে ভর্তি আছেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]