
রাজধানীর যাত্রাবাড়ী কলাপট্টি মসজিদের বাথরুম থেকে মো. সুজন (২২ ) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
২০ নভেম্বর, রবিবার দুপুরের দিকে যাত্রাবাড়ী কলাপট্টির মসজিদের বাথরুম থেকে সুজনের মৃতদেহ উদ্ধার করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রহিম মিয়া।
তিনি বিবার্তাকে বলেন, আমরা ৯৯৯-তে খবর পেয়ে দুপুরের দিকে যাত্রাবাড়ী কলাপট্টি মসজিদের বাথরুমের ভিতর থেকে সুজনের মৃতদেহ উদ্ধার করি। বাথরুমের দরজা ভিতর দিয়ে রশি দিয়ে বাঁধা ছিল এবং তার প্যান্ট খোলা ছিল।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে ভিকটিম কোথাও মারধরের শিকার হয়ে বাথরুমে ঢুকেছিল এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি খতিয়ে দেখা হবে।
নিহতের বড় ভাই মামুন হোসেন বলেন, আমার ভাই সুজন দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি ভাঙ্গারি কারখানায় কাজ করতেন। গতকাল রবিবার বিকেলে আমাদের পরিবারের সাথে কথা হয়। সে বাড়িতে আসবে। তিনি জানান, কারখানার মালিকের সাথে আমার ভাইয়ের বনাবনি হতো না। হয়তো তাকে মালিক মারধর করেছিল।
মামুন জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার, বোরহান উদ্দিন উপজেলা কুদবা গ্রামের আবু তাহেরের ছেলে ছিল সুজন। বর্তমানে পূর্ব ধোলাইপাড় ৩নং গলি পরিবারের সাথে থাকতেন। আমরা তিন ভাই সে ছিল ছোট।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]