
রাজধানীর চকবাজার খাজে দেওয়ান লেনে একটি বাসায় ঢুকে হাজী মনসুর আহমেদ (৭৮) নামে এক ব্যক্তিকে খুন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। মরদেহটি ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের ছেলে সারোয়ার আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পরিবারের সবাই মিলে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে যান তারা। তবে কিছুটা অসুস্থ থাকায় তার বাবা তাদের সাথে যাননি। অনুষ্ঠান শেষে তারা রাত ১২টার দিকে যখন বাড়িতে ফিরেন তখন দ্বিতীয় তলা বাসার দরজা বন্ধ দেখতে পান। ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে ফ্লোরে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবাকে। আর রুমের জিনিসপত্র সব এলোমেলো। আলমারি, শোকেজ, লকার সব তছনছ করা।
তিনি অভিযোগ করে জানান, দুর্বৃত্তরা তার বাবার হাত পা বেঁধে টর্চার করে এবং তাকে ইনজেকশন পুশ করে বাসায় জিনিসপত্র লুট করেছে। এবং তার মাথায় আঘাত করে হত্যা করেছে। বাসায় নগদ বেশ কিছু টাকা ছিল। তাদের পরিবারের সবার স্বর্ণালঙ্কার বাবার রুমে রাখা ছিল। সেগুলো লুট করা হয়েছে।
চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]