
রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি দালানের তৃতীয় তলার সিঁড়ি থেকে পড়ে মোহাম্মদ ফারুক আহমেদ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।
৭ নভেম্বর, সোমবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে মেডিকেলে নিয়ে আসা তার স্ত্রী লায়লা বেগম তিনি বিবার্তাকে বলেন, আমার স্বামী ফারুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িচালক ছিলেন। এ মাসেই তিনি এলপিয়ারে যাওয়ার ছিলেন, কাগজপত্রও গোছানো হয়েছে। তিনি সিলেটের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আজ দুপুরে মতিঝিল এজিবি কলোনির একটি দালানের তৃতীয় তলায় ওঠার পর মাথা ঘুরে সিঁড়ি থেকে নিচে পড়ে যান।
তিনি আরো বলেন, আমার স্বামী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সফিপুর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে। বর্তমানে এজিবি কলোনির হাসপাতাল জোনের নবম তলায় পরিবার নিয়ে থাকতেন। আমাদের দুই মেয়ে ও এক ছেলে আছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে রাখা হয়েছে বলে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চুমিয়া নিশ্চিত করেছেন।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]