
কমলাপুর সিএনজি স্টেশন থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৬ নভেম্বর, রবিবার বেলা ২টার দিকে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশের বরাত দিয়ে দায়িত্বরত কনস্টেবল সাব্বির দেওয়ান বিবার্তাকে বলেন, রেলস্টেশনের পাশে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে পড়ে থাকতে দেখে লোকজন রেলওয়ে থানাকে খবর দিলে ওই বৃদ্ধিকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসি।
তিনি আরও বলেন, বৃদ্ধ লোকটি ভবঘুরে ছিলেন। তিনি ভিক্ষাবৃত্তি করতেন এবং সেখানে ঘুমাতেন। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]