
রাজধানীর গোলাপবাগে হুমায়ুন সাহেবের রেলগেটে ট্রেনের ধাক্কায় আব্দুল মোতালেব (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
৫ নভেম্বর, শনিবার রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে লিটন মিয়া বলেন, গতকাল আমার ছোট বোন মুক্তা আক্তার ও ওমর ফারুকের সাথে ঢাকার সামীবাগ এলাকায় আমার বোনের বিয়ে হয়। আজ বৌভাত। আমরা বোনকে নেওয়ার জন্য সবাই নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে জামাইর বাসায় আসি। আমরা যখন সবাই ব্যস্ত তখন আমার আব্বা রাস্তায় বের হন। পরে আমরা জানতে পেরেছি রাস্তা পারাপার হওয়ার সময় একটি ট্রেন তাকে ধাক্কা মেরে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পাকুল্লা গ্রাম। তিনি এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন।
স্থানীয় জনি মিয়া বলেন, মাগরিবের নামাজের পর পাশের দোকানে বসে চা খাচ্চিলাম। এমন সময় হঠাৎ কোলাহল শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি একজন লোক আহত হয়ে পড়ে আছেন। যথাসম্ভব তিনি ট্রেনের ধাক্কায়ই আহত হয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, টিকাটুলি থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক বৃদ্ধকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]