শিরোনাম
কুষ্টিয়ায় রবিবার থেকে শুরু লালন উৎসব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১০:০৩
কুষ্টিয়ায় রবিবার থেকে শুরু লালন উৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৬তম তিরোধান দিবস আগামী ১৬ অক্টোবর। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়া বাড়িতে রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরনোৎসব।


উৎসবকে ঘিরে ছেঁউড়িয়ার লালন আখড়া বাড়ি এখন সাজ সাজ রব। সাধু, লালন ভক্ত ও সাঁইজির অনুসারীদের পদভারে পূর্ণ হয়ে উঠেছে লালন আখড়া। বসেছে সাধুদের হাট।


বাংলা ১২৯৭ সালের ১লা কার্তিক বাউল সাধক লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে তার ভক্ত ও অনুসারীরা এ দিনটি পালন করে আসছেন বছরের পর বছর ধরে। তিন দিনের এ উৎসবে যোগ দিতে এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন সাধু-গুরু, বাউল ও তার ভক্তরা।


উৎসবে যোগ দেয়ার জন্য লালন ভক্ত ও সাধুদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় না। তারপরও এক অদৃশ্য আত্মার টানে তারা ছুটে আসেন। এখানে কেউ এসেছেন আত্মাকে শুদ্ধ করতে, আবার কেউ আসেন সাঁইজির মাধ্যমে শ্রষ্টার সান্নিধ্য পেতে।


লালন একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনের এ লালন স্মরণোৎসব আনুষ্ঠানিকভাবে রবিবার সন্ধ্যায় উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।


বিবার্তা/শরীফুল/জেমি/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com