শিরোনাম
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৪:০৪
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি ধর্মপুর আর্য বনবিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে।


দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ধর্মীয় রীতি মেনে জেলার ধর্মপুর আর্য বনবিহারে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।


প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সারাদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল সকালবেলা বৌদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজারবাতি দান ও ভান্তেদের পিণ্ড দানসহ নানাবিধ দানানুষ্ঠান।


রীতি অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণী সংঘের বর্ষাবাসের ব্যাপ্তিকাল। মহামতি গৌতম বুদ্ধের নির্দেশ হলো এ তিন মাস ভিক্ষুরা নিরবচ্ছিন্নভাবে ধ্যান ও সাধনায় রত থাকবে। বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। প্রবারণা পূর্ণিমার পর এক মাস ধরে বৌদ্ধ বিহারগুলোতে বিশাখা কর্তৃক প্রবর্তিত দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়।


সন্ধ্যায় প্রবারণা পূর্ণিমার প্রচলিত রীতি অনুযায়ী ৮৪ হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উড়ানো হবে।


বিবার্তা/বিপ্লব/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com