শিরোনাম
মোড়েলগঞ্জে ১২ ঘণ্টা বন্ধ রয়েছে ফেরি চলাচল
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১১:১০
মোড়েলগঞ্জে ১২ ঘণ্টা বন্ধ রয়েছে ফেরি চলাচল
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোড়েলগঞ্জের ছোলমবাড়িয়ায় ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফলে সাইনবোর্ড, মোড়েলগঞ্জ, বগী আনঞ্চলিক মহাসড়কে বগীদূরপাল্লার যাত্রীবাহী পরিবন, বাস, মিনিবাস ও অ্যাম্বুলেন্সসহ কমপক্ষে ২শ’র মত যানবহন আটকা পড়ে আছে পানগুছি নদীর দুই পাড়ে। চরম দুর্ভোগে পরেছে দূরপাল্লার যাত্রীরা।


ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্রগ্রাম থেকে আসা সিমেনসীট (সিমেন্টের তৈরি ঢেউটিন) বোঝাই ট্রাক (খুলনা-মেট্রো-১১-১০০৩) ফেরিতে ওঠার পর পন্টুন ব্রিজের স্টিলের স্লিপার ভেঙ্গে ট্রাকটির পিছনের বামদিকের চাকা ফেঁসে যায়। এতে ঢাকা, খুলনা, চট্রগ্রাম, ও বাগেরহাটের যাত্রীবাহী পরিবহন, মালবাহী ট্রাক, বাস-মিনিবাস ও এম্বোলেন্সসহ প্রায় ২শ’ যানবহন আটকা পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেঁসে যাওয়া ট্রাকটি ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মালামাল বহন করছিল।


এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেঁসে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।


বিবার্তা/রাজীব/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com