
যুব সমাজকে স্বাবলম্বী করতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
রবিবার সকালে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রমিলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। জাতীয় দলের খেলোয়াড়দের জীবনমান উন্নয়নে সরকার সব কিছুই করে যাচ্ছে।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করায় বিকেএসপির পক্ষ থেকে তাকে সম্মাননা
দেয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হকসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]