
পিরোজপুর জেলার ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই কর্তৃক বড় ভাই ওবায়দুল খান (৪৫) এর চোখ তুলে নেয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৯জুন) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামের চাহেব আলী খানের ছোট ছেলে আছলাম আলী খান তার বড় ভাই ওবায়দুল খানকে ওই রাতে ১টার দিকে ডেকে নিয়ে প্রথমে রড দিয়ে আঘাত করেন। এতে সে আহত হয়ে পরে গেলে ওই রড় দিয়ে আবারো আঘাত করে তার বাম চোখ তুলে নেয়। এ সময় রডের আঘাতে ওবায়দুলের মুখমন্ডল বিকৃত হয়ে যায়।
স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তির করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এর জেরে ছোট ভাই তার বড় ভাইয়ের এক চোখ তুলে ফেলেন।থানায় লিখিত অভিযোগ হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/তাওহিদুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]