
রাজধানীর হাজারীবাগ থানার মহেশ্বর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আকলিমা আক্তার নিলু (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে সন্ধ্যায় নিহত ওই বৃদ্ধার ভাগনে বছিরুল হক (৪৮) ও ভাগনি শামীমা আক্তারকে (৫০) অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, আমরা দুপুর পৌনে একটার দিকে ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা আকলিমা আক্তার নিলু নামে এক বৃদ্ধার মরদেহ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করি।
সন্ধ্যার দিকে নিহত নারীর ভাগনে বছিরুল হক ও ভাগনি শামিমা আক্তার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনার মোটিভ আমরা এখনো ক্লিয়ার না। কী কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]