শিরোনাম
যাত্রীবাহী বাস পুকুরে, আহত ২০
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৬:১৪
যাত্রীবাহী বাস পুকুরে, আহত ২০
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর শহরের ধর্মতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, পুলিশ, ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন।


আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।


আহত বাসযাত্রী রংপুরের বদরগঞ্জের সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তিনি খুলনা থেকে মধুমতি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্টো-ব-০২-০১০৬) চড়ে মাগুরা যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে বাসটি যশোর শহরের চাঁচড়া-পালবাড়ি সড়কের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে।


দুর্ঘটনায় আহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার খালেদা বেগম (৫৫), আনোয়ার হোসেন (৩০), মাগুরা জেলা শহরের নিজনান্দুয়ালী এলাকার মুরসালিন (৩৩), একই এলাকার মুসলিমা আক্তার মিম (১৭), রংপুর বদরগঞ্জের সাজ্জাদ হোসেন (৩২), খুলনা নগরীর টুটপাড়ার আব্দুল খালেক (৩৫), একই এলাকার সালাম সরদার (২৮), খুলনা ফুলতলার করিমন নেছা (৩৫), একই এলাকার নাদির গাজিসহ ২০ জন।


কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানান, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহতরা বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com