
ভোলার চরফ্যাশনে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. বারেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বারেক উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের সূর্যখালী এলাকার মৃত আসলাম পাটোয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠ থেকেগরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারোর অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
বিবার্তা/শাহীন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]