
দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। ৪টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন।
শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
হাকিমপুর উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা যৌথ ভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। উপজেলার অনূর্ধ্ব-১৭ বালকদের চারটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে-এ আলম, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, হাকিমপুর থানার ওসি খায়রুল বাসার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]