
কুষ্টিয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতা খাতুন (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ মে) বিকালে ভেড়ামারা উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিতা খাতুন মিরপুর উপজেলার চক ধুবইল গ্রামের রিপন আলী প্রামাণিকের স্ত্রী।
পোড়াদহ রেলওয়ে থানার এসআই মোছা. নারগিস খাতুন বলেন, সম্প্রতি মিতা খাতুনের ফোনে মেসেজ আসে- ‘৫০ হাজার টাকা দিলে এক লাখ টাকা পাওয়া যাবে’। এরপর তিনি তার স্বামীকে না জানিয়ে ৫০ হাজার টাকা দেন।
এ নিয়ে তার স্বামীর সঙ্গে তার কলহের সৃষ্টি হয়। এর জেরেই খুলনা থেকে চিলাহাটিগামী রকেট ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]