
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৭ জন ধানকাটা শ্রমিক ।
বুধবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ির মৃত মুনসুর আলীর ছেলে মন্টু আলী (৪০), একই উপজেলার দুখুর মোড় কুথানিপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে মো. বুলবুল (৩৫) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতেররশিয়া চামা গ্রামের নওশেদ আলীর আসাদুল ইসলাম (২৬)।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জের এক দল ধানকাটা শ্রমিক নওগাঁয় ধান কাটতে গিয়েছিলেন। ধানকাটা শেষে ট্রাকবোঝাই ধান নিয়ে বাসায় ফিরছিলেন। আমনুরা-নয়াগোলা রোডের পাওয়েল নামক স্থানে আসলে ধানবোঝাই ট্রাকটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন বুলবুল।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় বাকি ধানকাটা শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মন্টু আলী। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় আসাদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথে মারা যান আসাদুল ইসলাম।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহনাজ সুলতান বলেন, ঘটনাস্থলেই এক শ্রমিক এবং হাসপাতালে এক শ্রমিক নিহত হন। পরে বাকি শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]