
নড়াইলের কালিয়ার বড়দিয়া ফেরীঘাটে বন্ধুদের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে মো. আলিফ মোল্যা নামে (১৩) বছরের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৩ মে) সকালে বড়দিয়া ফেরীঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিখোঁজ আলিফ বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও চোরখালী গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।
নিখোঁজের পারিবারিক সুত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিফসহ তার ৫ বন্ধু মিলে সকাল সাড়ে ১২টার দিকে মধুমতি নদীর বড়দিয়া ফেরীঘাটে গোসল করতে নামে। এক পর্যায়ে আলিফ ঘাটের পল্টুনে উঠে নদীতে লাফ দেয়ার পর নদীগর্ভে মুহুতের মধ্যে হারিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন নদীতে নেমে জাল দিয়ে তল্লাশী শুরু করেছে। স্বজনদের পাশাপাশি খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল অংশ নিয়েছে উদ্ধার অভিযানে। তবে রাত ৮টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশী অব্যাহত রয়েছে।
বিবার্তা/শরিফুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]