শিরোনাম
দিনাজপুরে জিংকসমৃদ্ধ ব্রি-৭৪ চাষ
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ২১:৫৪
দিনাজপুরে জিংকসমৃদ্ধ ব্রি-৭৪ চাষ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উত্তরের শষ্যভাণ্ডার দিনাজপুরে আমন মৌসুমে জিংক সমৃদ্ধ ধান ব্রি-৭৪ চাষাবাদ করে কৃষকরা আশানুরুপ সাফল্য পেয়েছেন। দেশে খাদ্যে নিরাপত্তা অর্জন ও রোগের ঝুঁকি কমাতে এ ধান সহায়ক ভূমিকা বয়ে আনবেন বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।
জেলায় এবার ৪’শ ৫২ হেক্টর জমিতে এ ধান চাষ হয়েছে।এ ধান চাষে ভালো ফলন পেয়েছেন কৃষকরা
এ ধানের বীজ তৈরীতেও কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। ভালো বীজ তোলার জন্য রোগিং, পরিস্কার ও বাছাই কার্যক্রম চলছে।


জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ধান চাষাবাদে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম। অন্যান্য ধানের মতোই চাষাবাদ পদ্ধতি এ ধানের। ডায়েরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করা এ ধান। এছাড়া এ ধানের চালের ভাত খেয়ে মানুষের বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, বুদ্ধিমত্তা বিকাশসহ শারীরিক বৃদ্ধির নানা প্রক্রিয়া।


কৃষি বিভাগের পাশাপাশি এ ধান চাষাবাদে কৃষকদের পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে আরডিআরএস-বাংলাদেশ ও ভারভেষ্ট প্লাস-বাংলাদেশ।
কৃষকের দ্বারপ্রান্তে অনুষ্ঠিত হচ্ছে জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ধান এর প্রদর্শনী’র উপর মাঠ দিবস। জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ এ অঞ্চলে ব্যাপক সারা জাগিয়েছে।


বিবার্তা/শাহী/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com