শিরোনাম
চাঁদার টাকায় সোনার হরিণ সোনার নৌকা !
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৭:৪৫
চাঁদার টাকায় সোনার হরিণ সোনার নৌকা !
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোড়েলগঞ্জে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের চাঁদার টাকায় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেয়া হলো সোনার নৌকা। আর বিদায়ী ১৫ শিক্ষককে দেয়া হলো একটি করে জায়নামাজ।


এছাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তাকে (ইউএনও) সোনার হরিণ ও শিক্ষা অফিসারকে শিক্ষা মনোগ্রাম দেয়া হয়েছে।


বুধবার দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউপির গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী তুলে দেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা।


অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে সোনার নৌকা, ইউএনও মুহাম্মদ ওবায়দুর রহমানকে সোনার হরিণ ও উপজেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমানকে সোনার শিক্ষা মনোগ্রাম পরিয়ে দেয়া হয়।


ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি থেকে ২ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়েছে। এর মধ্যে ১০৪নং গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মণ্ডল বলেন, আমি প্রথমে ২ হাজার টাকা দিয়েছি, পরে দিয়েছি আরো ৫ হাজার টাকা।


আরেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম টুটুল জানান, তিনি বিদ্যালয়ের পক্ষ হতে ২ হাজার টাকা দিয়েছেন। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে আরো ৪/৫জন প্রধান শিক্ষক ও ১জন প্রধান শিক্ষিকা জানান, সব বিদ্যালয়কে বাধ্যতামূলক ২ হাজার টাকা করে চাঁদা দিতে হয়েছে।


২৫৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এই চাঁদার টাকা সংগ্রহ করেছেন বলে শিক্ষকরা জানান।


আওয়ামী লীগ বহু আগেই সোনার নৌকা উপহার হিসেবে নেয়ায় নিষেধাজ্ঞা ঘোষণা করে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান, ইউএনও এবং শিক্ষা অফিসারের সোনার উপহার গ্রহণের ঘটনায় সাধারণ শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


তবে কর্মস্থলে ঝামেলায় পড়ার ভয়ে প্রকাশ্যে কিছুই বলতে পারছেন না ভুক্তভোগী শিক্ষকরা।


বিবার্তা/রাজু/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com