
টাঙ্গাইলের পৌর শহরে ৮০ লিটার দেশীয় চোলাইমদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২এর সদস্যরা।
শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পৌর শহরের বেবীস্ট্যান্ড কান্দাপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পৌর শহরের পারদিঘুলিয়া দক্ষিণ কলেজ পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে জহিরুল ইসলাম (৪৩), সদর উপজেলার বড়বেলতা মধ্যপাড়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে আব্দুল জব্বার (৪০)। এসময় ৮০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব কমান্ডার জানান, আটককৃতরা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/তোফাজ্জল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]