
ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় মাস্ক না পরা ও স্বাস্থ্য বিধি না মানার জন্য ৪৮৭ টি মামলায় প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলায় এ জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মনিরা বেগম জানায়, জেলায় করোনার সংক্রমন রোধে মানুষকে সচেতন করার জন্য শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ ৫টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় মাস্ক না পড়া, স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৪৮৭ টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে বিচারক। সেসময় বিতরণ করা হয় মাস্কও।
অভিযানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন উপস্থিত ছিলেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
বিবার্তা/কোরবান/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]