
রংপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছের। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে নগরীর সাতমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর রেলস্টেশনের সুপারিনটেন্ডেন্ট শংকর গাঙ্গুলি জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে পার্বতীপুর থেকে কমিউটার ট্রেন লালমনিরহাটের বুড়িমারী যাচ্ছিলো। নগরীর সাতমাথা এলাকায় অজ্ঞাত ওই মহিলা ওই ট্রেনে কাটা পড়েন। তার দেহ কয়েক খণ্ড হয়ে যায়। ফলে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রংপুর জিআরপি থানার এসআই গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরবেলা ট্রেন আসার সময় ওই মহিলা ইঞ্জিনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রংপুর জিআরপি থানায় একটি মামলা হয়েছে।
বিবার্তা/আশিক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]