
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন- উপজেলার হররাম এলাকার আঞ্জু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) ও আহম্মদ আলীর ছেলে মনির উদ্দিন (১৮)।
জানা গেছে, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের স্কুল পড়ুয়া ৭ম শ্রেণির শিক্ষার্থীকে গত শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে একা পেয়ে তুলে নিয়ে গিয়ে এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তার কোনো খোঁজ মেলেনি। সারা রাতভর ধর্ষণের পর অসুস্থ অবস্থায় সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে পাশের একটি সতী নদীর ধাপে ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের দেখে ফেলে।
পরে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে সেখানে তার অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার্ড করে।
কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিবার্তা/তমাল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]