
চট্রগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকায় এবং সকাল ৬ টার দিকে নগরের ডবলমুরিং থানার ইসলামিক ব্যাংক হাসপাতালের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বাঁশবাড়িয়া হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তিশা আক্তার মিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
অন্যদিকে, রিকশায় করে যাওয়ার সময় সিটিবাসের ধাক্কায় গুরুতর আহত হয় মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। পরে তাকেও চমেক হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটি চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ডবলমুরিং এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিবার্তা/আশিক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]