
ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক আবুল খায়ের (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের তাহের মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই সুজন কুমার চক্রবর্তী জানান, আজ সকালে আশুগঞ্জ-আগরতলা চারলেন মহাসড়কের কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জ অভিমুখে যাচ্ছিলো। এসময় পিছন থেকে অটোরিকশাটি ট্রাকটিকে অতিক্রম করতে গিয়ে চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশা চালক খায়ের মিয়া নিহত হন।
থানার এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক আব্দুল হাইকে আটক করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]