শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরো তিনজনের মৃত্যু
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১০:৪০
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরো তিনজনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্য দুইজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের রাবেয়া খাতুন (৬৫), নেত্রকোনা সদরের এনামুল হক (৩৮) ও জামালপুর সদরের দুলাল উদ্দিন (৮০)। তিনজনের মধ্যে রাবেয়া খাতুন করোনা পজিটিভ ছিলেন।


বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।


এরমধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ৩২ জন। এছাড়াও বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। আর গত ২৪ ঘণ্টায় ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মহিউদ্দিন খান মুন।


এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন।



বিবার্তা/বিএম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com