শিরোনাম
৩ পার্বত্য জেলায় বৃহস্পতি ও রবিবার হরতাল
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৪:০৯
৩ পার্বত্য জেলায় বৃহস্পতি ও রবিবার হরতাল
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাস এবং খাগড়াছড়ির আলুটিলায় বিশেষ পর্যটন জোন বাতিলের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় দুইদিনের হরতালের ডাক দিয়েছে পাঁচ বাঙালি।


সংগঠনগুলোর পক্ষ থেকে বৃহস্পতি ও রবিবার এ হরতালের ডাক দেয়া হয়। হরতাল সমর্থিত পাঁচ বাঙালি সংগঠনগুলো হলো : পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, সমাধিকার ছাত্র আন্দোলন, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য গণপরিষদ।


এদিকে হরতালের সমর্থনে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।


পৌর টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশ করে।


সমাবেশে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদ, খাগড়াছড়ি জেলা কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটির সহ-সভাপতি মো. জাকারিয়া প্রমুখ বক্তব্য দেন।


উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এবং রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতাল চলবে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com