শিরোনাম
ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের করোনার টিকা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ১৭:৫০
ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের করোনার টিকা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সহজপ্রাপ্তি আর ভোগান্তি কমাতে ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।


ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন জানান, শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনতে জেলায় ফাইজারের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচি চলছে। শনিবার ঘোড়শাল ইউনিয়ন পরিষদে ঘোড়লাশ পার্শবতী ফুরসন্দি ইউনিয়নের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হয়। দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের।


ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির জানান, রবিবার (১৬ জানুয়ারি) সদর উপজেলার দোগাছী ও নলডাঙ্গা ইউনিয়নে ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। এ কর্মসূচি চলমান থাকবে। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।


বিবার্তা/কোরবান/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com