শিরোনাম
‘নারায়ণগঞ্জে বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হবে না’
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ১৭:০৯
‘নারায়ণগঞ্জে বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হবে না’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্বাচনের দিন বহিরাগতদের নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম। শনিবার (১৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


জায়েদুল আলম বলেন, ভোটের দিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ চলাচল করতে পারবেন না। আমাদের তরফ থেকে নির্বাচনী কোনো সহিংসতার আশঙ্কা নেই। নির্বাচনের দিন কোনো বহিরাগতকে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেবো না।


তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো প্রার্থী লিখিতভাবে অভিযোগ করেননি। মিডিয়ার মাধ্যমে আমরা সেসব অভিযোগ পেয়েছি সেগুলো নিয়ে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত কাউকে হয়রানি করার প্রমাণ পাওয়া যায়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com