
নীলফামারীর কিশোরগঞ্জে তিন কেজি গাজা ও ২০টি ফেনসিডিলসহ মনটু মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার মাগুড়া এলাকায় মন্টু মিয়ার নিজ বাড়িতে মাদক দ্রব্য অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর রহিমের নের্তৃত্বে ৯ সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ৩ কেজি গাজা ও ২০টি ফেনসিডিল উদ্ধার করে দলটি।
জানা যায়,মন্টু উপজেলার মাগুড়া ইউনিয়নের বসুনিয়া পাড়ার নিজাম উদ্দিনের ছেলে। এবং দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি। এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হই। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
মন্টু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন ধরে এ ব্যবসায় জড়িত বলে জানান তিনি।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]