
মানিকগঞ্জে পুরাতন প্লাস্টিক প্রক্রিয়াজাত কারখানায় মোহাম্মদ জাহিদ (১৯) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) সদর উপজেলার একটি কারখানায় এ ঘটনা ঘটে।
জাহিদ মানিকগঞ্জ পৌরসভার খিলিন্ডা গ্রামের আজাদ হোসেনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ বলেন, শুক্রবার রাতে কারখানার মেশিনের ভেতর পেঁচিয়ে জাহিদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ওই কারখানার দুজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ চলছে। দুর্ঘটনার পর থেকেই কারখানার মালিক পলাতক রয়েছেন।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]