শিরোনাম
বরিশালে করোনা শনাক্ত বেড়ে ১১.৭৬ শতাংশ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ১৮:৩৪
বরিশালে করোনা শনাক্ত বেড়ে ১১.৭৬ শতাংশ
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৭৬ শতাংশের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ। তবে চলতি বছরে কোনো রোগীর মৃত্যু হয়নি।


শুক্রবার (১৪ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, এই হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০২ জনের নমুনা সংগ্রহ করে ১২ জনের পজেটিভ পাওয়া গেছে, যা শনাক্তের হার ১১ দশমিক ৭৬ শতাংশ।


বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান জানান, নতুন করে ২১ জন শনাক্তের মধ্য দিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৪৫ হাজার ৪৪৬ জন, সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬১৮ জন আর মারা গেছেন ৬৭৯ জনের।


বরিশাল জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৭ জন। পটুয়াখালীতে নতুন একজন নিয়ে মোট ৬ হাজার ২৪৪ জন, ভোলায় নতুন শনাক্ত ২ জন নয়ে মোট ৬ হাজার ৮৭৩ জন, পিরোজপুরে নতুন করে কেউ শনাক্ত না হওয়ায় মোট ৫ হাজার ৩১০ জন, বরগুনায়ও নতুন শনাক্ত না হলেও মোট শনাক্ত ৩ হাজার ৯৬৬ জন এবং ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৬ জন।


বিবার্তা/জসিম/এসএফ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com