শিরোনাম
শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৭শ গাড়ি
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১২:৪০
শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৭শ গাড়ি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে শিমুলিয়া ঘাট পারাপারের জন্য ৭ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পারাপারের জন্য এই লাইন আরো দীর্ঘ হচ্ছে। বুধবার সকাল থেকে এ দৃশ্য দেখা গেছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক(বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, নাব্য সংকটের কবলে পড়ে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে দুই কিলোমিটার পর্যন্ত ওয়ান ওয়ে হয়ে গেছে। ঘাট থেকে ফেরি ছেড়ে আসার পর টার্নিং পয়েন্টের কাছে এসে অপেক্ষা করতে হচ্ছে ফেরিগুলোকে। একটি ফেরি ওই চ্যানেল অতিক্রম করার পর আরেকটি যেতে পারে। তবে এখন থেকে ৭টি ফ্ল্যাট ফেরি বন্ধ রাখার কথা বলেছে বিআইডব্লওটিএ। এতে বর্তমানের তুলনায় বেশি সংখ্যক যানবাহন পারাপার করা সম্ভব হবে।


মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, সকাল থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহণ আগে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।


বিবার্তা/জুয়েল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com