শিরোনাম
২ যুগ বন্ধ থাকার পর চালু হচ্ছে সাটিয়াজুরি রেল স্টেশন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ২০:০৪
২ যুগ বন্ধ থাকার পর চালু হচ্ছে সাটিয়াজুরি রেল স্টেশন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রায় দুইযুগ বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের সাটিয়াজুরি রেল স্টেশন। স্টেশনটি পুনরায় চালু উদ্যোগ নেয়ায় স্থানীয়রা আনন্দিত। সোমবার (৩ জানুয়ারি) বিকেলে বাহুবল উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের সাটিয়াজুরি রেলওয়ে স্টেশন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।


পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন, বাহুবল ইউএনও মহুয়া শারমিন ফাতেমা, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, বাহুবল থানার ওসি রকিবুল ইসলাম খান, সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, ১৯৯৮ সালে সরকার ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের সাটিয়াজুরী রেল স্টেশনটি বন্ধের ঘোষণা দেয়। পরে এলাকার মানুষ আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখা হলেও পরের বছরই পুনরায় বন্ধ করে দেয়া হয়। এতে এলাকার শতাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েন। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকায় স্টেশনটিতে থাকা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।


হবিগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, এ স্টেশনটি চালু করার বিষয়টি স্থানীয়দের প্রাণের দাবি ছিল। আমি এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করার ফলে সাটিয়াজুরী রেল স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাটিয়াজুরী রেল স্টেশন চালু হওয়ার ফলে বাহুবল উপজেলাবাসী এর সুফল ভোগ করবে, এই এলাকার মানুষ উপকৃত হবে।


সাংসদ সদস্য বলেন, সাটিয়াজুরী রেল স্টেশন পুনরায় চালু করায় মাননীয় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রণালয়ের মন্ত্রী সচিবসহ সংশ্লিষ্টদের হবিগঞ্জ-বাহুবলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।


বিবার্তা/সনি/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com