শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ গ্রেফতার ৪
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০৮:৩০
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ গ্রেফতার ৪
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৪টি রামদাসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন’র পুলিশ সদস্যরা। শনিবার (৪ ডিসেম্বর) ভোরে ওই রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া ক্যাম্পের মো. সিদ্দিকের ছেলে নুর আজিম (৩২), সহোদর ভাই আবু (৫০), মো. আইয়ুবের ছেলে ইসলাম (৩৫) ও মৃত মুসলিমের ছেলে নুরুল হক (৩৫)। এদের মধ্যে তিনজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।


বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। আটকদের হেফাজতে থাকা দেশীয় তৈরি বিভিন্ন সাইজের চারটি রাম দা উদ্ধার করা হয়।


জিজ্ঞাসাবাদে আরো পাঁচ সহযোগীর নাম স্বীকার করেছেন তারা। উদ্ধারকৃত রামদাসহ গ্রেফতার রোহিঙ্গাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এপিবিএন’র এই কর্মকর্তা।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com