শিরোনাম
অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪৩ বাসকে জরিমানা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ২০:১২
অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪৩ বাসকে জরিমানা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে ঢাকা মহানগরীতে ৪৩টি বাসকে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ নভেম্বর) বিআরটিএর ৯টি ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়।


সন্ধ্যায় সংস্থাটির পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ১৭৪টি বাস-মিনিবাস পরিদর্শন করা হয়। একই অপরাধ পুনরায় করায় চারটি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এছাড়া চার দালালকে কারাদণ্ড দেয়া হয়।


বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন অভিযানের তদারকি করেন। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com