শিরোনাম
নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৩০
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১৮:২০
নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৩০
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্ন হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছে।


রবিবার (২৮ নভেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর, নজরপুর, চিনিশপুরে বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


স্থানীয়রা জানান, সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়াকে অবরুদ্ধ করে নৌকার প্রার্থী মমিনুর রহমান আপেলের সমর্থকরা। এর জেরে দুপুর ১২টার দিকে নৌকার প্রার্থী আপেল করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে তাকে অবরুদ্ধ করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে প্রায় কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়।


এদিকে দুপুর সোয়া ১২টার দিকে চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের এএসআই মো. সাঈদ আনোয়ার ও মেম্বার পদপ্রার্থী সায়েম ভূঁইয়াসহ কয়েকজন আহত হয়। এ সময় পুলিশ ৪টি ককটেল উদ্ধার করে। এছাড়া নজরপুরও আমদিয়া ইউনিয়নে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ, হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় মোট ২০ জন আহত হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ছাড়াও কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নির্বাচনে অনিয়মকর্মী সমর্থকদের মারধোরসহ নেতাকর্মীদের হুমকি ও কাজে বাধার অভিযোগে নরসিংদী সদর উপজেলার তিন ইউনিয়নে ভোট বর্জন করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।


ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন- সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন, কাঁঠালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল ইসলাম হিরন মোল্লা ও করিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া।


নরসিংদী সদর থানার ওসি হারুনুর রশীদ জানান, মাথায় ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তিনি এখন সুস্থ আছেন। এদিকে সব জায়গায় পর্যাপ্ত পুলিশ রয়েছে।


বিবার্তা/জাহিদ/ফরিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com