শিরোনাম
নেত্রকোনায় এক কেন্দ্রে ব্যালট ছিনতাই, ভোটগ্রহণ স্থগিত
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১৬:৫৯
নেত্রকোনায় এক কেন্দ্রে ব্যালট ছিনতাই, ভোটগ্রহণ স্থগিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারী স্কুল (প্রাইমারি) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।


কলমাকান্দা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম মুসা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রে ঢুকে ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন বিষয়টি আমাকে জানায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দুপুর ১টা থেকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে ছিনতাই হওয়া ব্যালট পেপার এখনো উদ্ধার হয়নি।


কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। তারা কোন প্রার্থীর লোক তা তাৎক্ষণিক চিহ্নিত করতে পারিনি।


তবে স্বতন্ত্র প্রার্থী চান মিয়া দেওয়ানী অভিযোগ করে বলেন, ব্যালট ছিনতাইয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিকের লোকজন জড়িত।


বিবার্তা/ফরিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com